ব্যাংকের অ্যাকাউন্ট থেকে গ্রাহকের পৌনে তিন লাখ টাকা উধাও

আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর একটি ব্যাংকের শাখা থেকে এক গ্রাহকের পৌনে তিন লাখ টাকা উধাও হয়ে গেছে। এসব টাকা পাঠানো হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। ঘটনাটি ইস্টার্ন ব্যাংক শাখায়। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী ওই গ্রাহক।

ভুক্তভোগী ওই গ্রাহকের নাম আতিকুর রহমান। তিনি একটি বীমা কোম্পানীর শাখা প্রধান। তিনি বলেন, আমি ব্যক্তিগত কাজে আগস্ট মাসের ১৫ তারিখ ভারতে যায়। ফিরে এসে দেখি আমার অ্যাকাউন্টে থাকা পৌনে তিন লাখ টাকা নেই। ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে দেখলাম বিকাশের মাধ্যমে টাকাগুলো তুলে নেওয়া হয়েছে। কে বা কারা করেছে তা জানি না। তাই আমি আদালতে মামলা করেছি।

রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে আতিকুর রহমানের পক্ষে মামলাটি করেন আইনজীবী শাহীন আলম মাহমুদ।
বাদীর আইনজীবী বলেন, গত ১৬ ও ১৭ আগস্ট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়। ১৯ আগস্ট আতিকুর রহমানর দেশে ফিরে আসেন। ৩ সেপ্টেম্বর তিনি ব্যাংকে টাকা তুলতে গিয়ে দেখেন তার কোনো টাকা নেয়। ব্যাংক থেকে তার একটি স্টেটমেন্ট দেওয়া। সেখানে দেখা যায়, ১০টি বিকাশ নম্বরে টাকা সরিয়ে নেওয়া হয়েছে। তার অ্যাকাউন্ট থেকে ২ লাখ ৭৬ হাজার ৪০০ টাকা তুলে নেওয়া হয়েছে।

মামলায় বলা হয়, ভারতে যাওয়ার জন্য তিনি ব্যাংকে ডলার এনডোর্স করেছিলেন। বিষয়টি ব্যাংকের অনেক কর্মকর্তাই জানেন। তিনি সন্দেহ করেন, ব্যাংকের কর্মকর্তারা এই টাকা তুলে নিয়েছেন। ব্যাংকের এই ঘটনার পর রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় জিডিও করেন তিনি।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ অক্টোবর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তদন্ত কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার জন্য ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখাকে নির্দেশনাও দিয়েছেন আদালত। আদালতের আদেশের এই অনুলিপি বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক এবং ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠাতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবির আহমেদ খান কথা বলতে চাননি।