‘ব্যাটসম্যান’ মিরাজকে পেয়ে খুশি সাকিব

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


গতকাল শনিবার চমৎকার এক ইনিংস খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এমন ইনিংস খেলার পর মিরাজকে প্রশংসার বন্যায় ভাসালেন সাকিব।
ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে ছিল অগ্নিপরীক্ষা। যেখানে বড় পরীক্ষা ছিল মিরাজেরও। শনিবারের আগে আট ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া মিরাজ ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে কি করেন, এটাই ছিল দেখার। যদিও ঐতিহাসিক এই টেস্টে মিরাজ নিরাশ করেননি। ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন নিজের পঞ্চম টেস্টে এসেই। গুরুত্বপূর্ণ সময়ে মুশফিককে সঙ্গ দিয়ে গড়েছেন অবিছিন্ন ৮৭ রানের জুটি।
মিরাজকে ভবিষ্যতের সাকিব আল হাসান ভাবা হচ্ছে বছর কয়েক ধরেই। বল হাতে এতদিন সেটার জানান দিলেও ব্যাট হাতে গতকালই প্রথম দেখা দিলেন তিনি। সেই সাকিবের কাছ থেকেই প্রশংসার বাণী শুনলেন শনিবার অপরাজিত ৫১ রানের ইনিংস খেলা মিরাজ। সাকিব বলেছেন, ‘মিরাজের প্রথম হাফসেঞ্চুরি। অবশ্যই তার জন্য দিনটি স্পেশাল। সে তার পেছনের ইনিংসগুলোতে রান করতে পারেনি। এটা ওই সময়ে তার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। মুশফিক ভাইয়ের সঙ্গে উইকেটে থেকে দলের জন্য অবদান রাখাটা ওর জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর সেটা ও দারুণভাবে করেছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা মিরাজকে নিয়ে যেভাবে ভাবি সেভাবেই ও খেলেছে। আমরা তার ব্যাট-বলের পারফরম্যান্সকে বড় করে দেখছি। আজ প্রমাণ করেছে ও ব্যাট করতে পারে। কাল মিরাজের ইনিংস আরও বড় হবে বলেই আমি আশা করছি।’-বাংলা ট্রিবিউন