ব্যাটিং শক্তি বাড়াতেই দলে লিটন

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে নুরুল হাসান সোহানকে টপকে জায়গা করে নিয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ২১৯ রানের ইনিংসই লিটনের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ব্যাটিং শক্তি বাড়াতেই নুরুলকে বাদ দিয়ে লিটনকে সুযোগ করে দিয়েছেন নির্বাচকরা।
বুধবার ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নুরুলের চেয়ে ব্যাটিং দক্ষতায় এগিয়ে থাকায় ভারতের বিপক্ষে লিটনকে সুযোগ দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, ‘লিটনকে আমরা সোহানের (নুরুল) জায়গায় নিয়েছি। লিটন ইংল্যান্ড সিরিজের আগ থেকেই আমাদের বিবেচনায় ছিল। মাঝখানে সে ইনজুরিতে ছিল অনেক দিন, চোট থেকে ফেরার পর ফর্মের ঘাটতি ছিল। বিসিএলে একটা ডাবল সেঞ্চুরিও পেয়েছে। উপমহাদেশের উইকেটে খেলার চিন্তা থেকেই তাকে দলে নেওয়া। যদিও সোহান আমাদের চিন্তার বাইরে চলে যায়নি।’
উইকেটরক্ষক হিসেবে ইতিমধ্যেই নাম কুড়িয়েছেন নুরুল হাসান। ব্যাটিং গভীরতায় কিছুটা ঘাটতি থাকলেও প্রতিভাবান খেলোয়াড় হিসেবেই নির্বাচকদের চোখে আছেন তিনি। প্রধান নির্বাচকের কথায় সেটার প্রতিফলন, ‘অবশ্যই সোহান ভালো উইকেটরক্ষক। এখানে আমরা ব্যাটিংয়ে বেশি চিন্তা ভাবনা করেছি। ভারতের উইকেটে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় পড়তে হয়। আমরা এখানে ব্যাটিংকে প্রাধান্য দিয়েছি একটু বেশি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেটে মুশফিকের অভাব পুরোপুরি টের পাওয়া গেছে। ইনজুরির কারনে ওই ম্যাচগুলোতে মুশফিক খেলতে পারেননি, যার প্রভাব দলের মিডল অর্ডারে পড়েছে। প্রধান নির্বাচক বিষয়টি উল্লেখ করে বলেছেন, ‘মুশফিকের ব্যাটিং থেকে সাহায্য না পেলে দল অনেক দুর্বল হয়ে যায়। আপনারা দেখেছেন শেষ টেস্ট ম্যাচে কি হয়েছে, সেই সব বিষয় চিন্তা করে ব্যাটিং শক্তি বাড়াতেই লিটনকে দলে নেওয়া।’
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন লিটন। যে কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে  টেস্ট সিরিজে ছিলেন না তিনি। এখন পর্যন্ত বাংলাদেশের জার্সিতে তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে লিটনের।-বাংলা ট্রিবিউন