ব্যারিকেড ভেঙে দিল্লি যাওয়ার চেষ্টা কৃষকদের, ছোঁড়া হল কাঁদানে গ্যাস

আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ২:৩০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক : সামনেই লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই ফের পথে নামলেন কৃষকরা। স্বাভাবিক ভাবেই দেশের রাজধানীতে কৃষকদের প্রতিবাদ সরকারের ওপর চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহাল মহলের। মঙ্গলবার ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা সহ একগুচ্ছ দাবি নিয়ে পথে নামলেন কৃষকরা।

তবে এই আন্দোলন রুখতে প্রথম থেকেই কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। পাঞ্জাব-উত্তরপ্রদেশের কৃষকদের আটকাতে রাজধানীর একাধিক জায়গায় তৈরি হয়েছে কংক্রিটের দেওয়াল। রাস্তায় গার্ড রেল, কাঁটাতারের বেড়া। পাঞ্জাব-হরিয়ানার সীমানায় ১২ স্তরের ব্যারিকেড। ১২ মার্চ পর্যন্ত দিল্লিতে জারি ১৪৪ ধারা। মঙ্গলবার সকালে পাঞ্জাবের ফতেগড় সাহিব থেকে শুরু হয়ী কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযান।

বেলা বাড়ার কিছু পরে কৃষকরা ব্যারিকেড ভেঙে দিল্লিতে ঢোকার চেষ্টা করলে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। ধাক্কাধাক্কি শুরু হয় পুলিশ এবং কৃষকদের মধ্যে। ্কৃষক আন্দোলনের জেরে বন্ধ দিল্লির বহু রাস্তা। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহন প্রবেশ নিষিদ্ধ দিল্লিতে। এছাড়া অন্যান্য রাজ্য থেকে দিল্লিতে যানবাহন প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এসবের মাঝেই মঙ্গলবার জানা গিয়েছিল, প্রতিবাদী কৃষকদের আটক করার পর রাখার জন্য দিল্লির একটি স্টেডিয়াম চেয়েছিল কেন্দ্র। তবে আপ সরকার তাতে না করে দিয়েছে। কেজরিওয়াল সরকারের মতে, কৃষকরা সঠিক দাবি নিয়ে পথে নেমেছেন। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, তারা স্টেডিয়াম চায়নি দিল্লি সরকারের কাছে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ