বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, ব্যালটের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে আগুন সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিতে হবে। রাষ্ট্র পরিচালিত সব ধর্মের লোকের শান্তিপূর্ণ অবস্থানে বিএনপি জামায়াত আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মেরেছে, রেলগাড়ি, বাস পুড়িয়েছে। নির্বাচন কেন্দ্রে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। কেউ নির্বাচন কেন্দ্র দখল করার চেষ্টা করলে প্রতিহত করতে হবে। ভোটাররা যাতে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। রোবববার (২৪ডিসেম্বর) দুপুরে পাবনার সাঁথিয়ায় সেলন্দা উচ্চ বিদ্যালয় মাঠে নাগডেমরা ইউনিয়ন আওয়ামীলীগ ‘ক’ শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নাগডেমরা ইউনিয়ন আওয়ামীলীগ ‘ক’ শাখার সভাপতি আল মামুন সরদারের সভাপতিত্বে ও আ’লীগ নেতা সরোয়ার জাহানের সঞ্চালনায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু কলেজের অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার,আ’লীগ নেতা শফিকুল ইসলাম,আব্দুুল মালেক বাবলু,নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, সাবেক চেয়ারম্যান হারুন রশিদ প্রমুখ।