রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের সনমানিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে কাপাসিয়া ফায়ার সার্ভিসের লিডার জুয়েল মিয়া জানান।
নিহতরা হলো- উপজেলার সনমানিয়া বাজার এলাকার আলতাফ হোসেনের ছেলে ফাহাদ হোসেন (১৭) এবং একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (১৬)।
জুয়েল মিয়া জানান, শুক্রবার বেলা ১২টার দিকে ব্রহ্মপুত্র নদের সেতু এলাকায় পাঁচ থেকে ছয়জন বন্ধু গোসল করতে নামে। একপর্যায়ে ফাহাদ এবং তরিকুল নদীর গভীরে চলে যায়। সাঁতার না জানায় তারা তলিয়ে যেতে থাকে।
সঙ্গে থাকা বন্ধুরা তাদের উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাদের ডাক-চিৎকারে স্বজন ও এলাকাবাসী গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। একপর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর পাঠানো হয়।
খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। নদীতে তল্লাশির ১০ মিনিট পর ফাহাদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এর তিন ঘণ্টা পর তরিকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।
পরে দুজনের মৃতদেহ পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তথ্যসূত্র: বিডিনিউজ