ব্রাহ্মণবাড়িয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট: নভেম্বর ১০, ২০১৬, ১১:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট এবং জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে নগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ।
পথসভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদের নগর কমান্ডার ডা. আব্দুল মান্নান। বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদের নগর কমান্ডের ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী কামাল ও রবিউল ইসলাম, জেলা কমান্ডার ফরহাদ আলী মিঞা, জেলা ডেপুটি কমান্ডার শাহাদত আলী মাস্টার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান, ন্যাপ-গেরিলা কমিউনিস্ট পার্টির সমন্বয়ক অ্যাড. সাইদুল ইসলাম প্রমুখ। পরিচালনা করেন, অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু।

এ বিভাগের অন্যান্য সংবাদ