বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
(বাঁ দিকে) ব্রিটেনের রাজকুমার হ্যারি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।
সোনার দেশ ডেস্ক :
ব্রিটেনের রাজকুমার হ্যারি আমেরিকায় থাকেন। ব্রিটেন ছেড়ে সেখানে চলে গিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। তাঁদেরও কি ‘অবৈধবাসী’ বলে দেশে ফেরত পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখনই তেমন কোনও ভাবনা নেই তাঁর।
নিউ ইয়র্ক পোস্ট-কে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এখনই ওটা করতে চাই না। ওঁকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।’’
২০২০ সালে হ্যারি এবং মেগান ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তাঁরা। পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার।
নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। হ্যারি ভিসার আবেদনে জানান, তিনি কোনও মাদক সেবন করেননি।
কিন্তু বিতর্ক দানা বাঁধে তাঁর আত্মজীবনী প্রকাশের পর। সেখানে মাদক সেবনের কথা উল্লেখ করেছিলেন ব্রিটেনের রাজকুমার।
আমেরিকার প্রেসিডেন্টের কুর্সিতে বসার আগেই হ্যারির ভিসা সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ট্রাম্পকে। তিনি ২০২৪ সালের শুরুর দিকে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, যদি ক্ষমতায় আসেন, ব্রিটেনের রাজকুমারের মিথ্যাভাষণের বিষয়ে পদক্ষেপ করবেন।
হোয়াইট হাউসের কুর্সিতে বসার পর থেকে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছেন ট্রাম্প। শয়ে শয়ে মানুষকে অবৈধবাসী বলে চিহ্নিত করে তিনি নিজের দেশে ফেরত পাঠাচ্ছেন। আমেরিকার সেনা-বিমানে ১০৪ জন ভারতীয়কেও ফেরত পাঠানো হয়েছে।
এই অবৈধবাসীদের ‘অপরাধী’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। প্রশ্ন উঠেছে, হ্যারি-মেগানকেও কি তা হলে ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেবে আমেরিকা? যদি ভিসার আবেদনে হ্যারি মিথ্যা বলে থাকেন, তবে তাঁর অভিবাসনও তো অবৈধ। কিন্তু এখনই হ্যারির বিরুদ্ধে পদক্ষেপের বা তাঁকে আমেরিকাছাড়া করার ভাবনা নেই ট্রাম্পের।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন