ব্রিটেনে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কেলেঙ্কারি, হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণ ঘোষণা

আপডেট: মে ২২, ২০২৪, ১২:১৬ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক :


জাতীয় স্বাস্থ্য সংস্থায় রোগী সুরক্ষা উপেক্ষার জেরে প্রায় এক হাজার কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে হতে পারে ব্রিটিশ সরকারকে। সরকারি স্বাস্থ্যক্ষেত্র এনএইচএসের গাফিলতিতে ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ৩০ হাজারের বেশি মানুষ এইচআইভি এবং হেপাটাইটিস সি দ্বারা সংক্রামিত হয়েছিল দূষিত রক্তের পণ্য এবং ট্রান্সফিউশন দ্বারা। সম্প্রতি শেষ হওয়া তদন্তে জানা গিয়েছে সংক্রামিতদের মধ্যে প্রায় তিন হাজার মানুষ এর পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন।

অনেক হিমোফিলিয়া আক্রান্ত তাদের চিকিৎসার জন্য সংক্রমিত রক্তের নমুনা দিয়েছিলেন। অযত্ন ও অবহেলার ফলে শুদ্ধ ও দূষিত রক্তের নমুনা মিশে যায়। তদন্তের দায়িত্বে থাকা কমিটি জানিয়েছেন কেলেঙ্কারির কথা গত পঞ্চাশ বছর ধরে বেমালুম চেপে রাখা হয়েছে। সংক্রামিত রক্তের তদন্তকে এনএইচএস এর ইতিহাসে সবচেয়ে খারাপ চিকিৎসা বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে।

ভোটের আগে এই কেলেঙ্কারি ফাঁস হওয়াতে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী ঋষি সুনক জাতির কাছে ক্ষমাপ্রার্থনা ও ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। সরাসরিভাবে ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ২০ লক্ষ পাউন্ড দেয়া হবে বলে জানানো হয়েছে। যাদের হেপাটাইটিস সংক্রমণের ফলে লিভারের ক্ষতি হয়েছে তারা প্রায় ১০ লক্ষ পাউন্ড পাবেন।

ক্ষতিপূরণের টাকা ধাপে ধাপে দেয়া হবে। আপাতত চলতি মরসুমে দু’লক্ষ পাউন্ড দেয়া হবে, বছরের শেষে মিলবে মোটা অঙ্কের কিস্তি। সরাসরি ক্ষতিগ্রস্ত চার হাজার মানুষকে চিহ্নিত করা গিয়েছে। দ্বিতীয় দফায় সরাসরি ক্ষতিগ্রস্তদের অবর্তমানে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ