রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
বিশ্বজুড়ে বহু ধনকুবেরদের সম্পত্তি নিয়ে আলোচনা হয়। এমনকি আলোচনার বিষয়ে থাকে তাঁদের বিলাসবহুল গাড়ির তালিকাও। কিন্তু গাড়ির বিষয়ে আলোচনা হলেও সকলের থেকে এগিয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়া।
তাঁর গাড়ির সংগ্রহ যে কাউকে রীতিমত চমকে দেবে। তাঁর সংগ্রহে রয়েছে অবিশ্বাস্য ৭,০০০টি গাড়ি, যা বিশ্বের মধ্যে বৃহত্তম। জানা যায়, সুলতানের সংগ্রহে ৬০০টি রোলস-রয়েস রয়েছে, যার মধ্যে একটি ২৪ ক্যারেট সোনায় মোড়ানো। এছাড়াও রয়েছে ২৫টি ফারারি।
ব্রুনাইয়ের রাজপরিবার ১৭৮৮ কক্ষের বিশাল প্রাসাদে বসবাস করেন। তাঁদের এই বিপুল পরিমাণ গাড়ি সংরক্ষণের জন্য রয়েছে আলাদা গ্যারেজ। সুলতানের এই চমকপ্রদ গাড়ি সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য বুগাট্টি ঊই১১০, বেন্টলি ডমিনেটর এবং বেন্টলি বুকানিয়ার।
এছাড়াও রয়েছে সুলতানের জন্য বিশেষভাবে তৈরি কিছু গাড়ি যেমন বেন্টলি ক্যামেলট, ফিনিক্স, ইম্পেরিয়াল, র্যাপিয়ার, পেগাসাস এবং স্পেক্টার। এমনকি, সুলতানের রোলস-রয়েসের সংগ্রহে রয়েছে বিশেষ ধরনের কয়েকটি মডেলও। প্রতিটি ব্র্যান্ডের গাড়ির জন্য রয়েছে আলাদা আলাদা গ্যারেজ।
সুলতানের গাড়ি সংগ্রহের মূল্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানির চেয়ে কম। একাধিক রিপোর্ট অনুযায়ী, সুলতানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার।
রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০১.৬ বিলিয়ন ডলার এবং গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৬৬ বিলিয়ন ডলার। উল্লেখ্য, সুলতান হাসানাল বোলকিয়া ১৯৬৭ সাল থেকে ব্রুনাইয়ের সিংহাসনে বসছেন। ১৯৮৪ সালে স্বাধীনতার পর থেকেই তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন