ব্রেক্সিটের জন্য জার্মানি দায়ী: ট্রাম্প

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


তাঁর শরণার্থী নীতি এবার অন্য দেশের ওপর প্রয়োগ করতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক ডামাডোলের সময় অনেকে দেশ ছেড়ে ইওরোপে পাড়ি দিচ্ছিলেন। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল তাঁদের স্বাগত জানিয়েছিলেন। খুলে দিয়েছিলেন সে দেশের দ্বার। ডোনাল্ড ট্রাম্প মনে করেন ‘সর্বনাশা ভুল’ করেছিলেন তিনি। তাঁর মতে এই সিদ্ধান্ত নিয়ে মেরকেল দেশে জঙ্গিদের ডেকে আনেন। আর তার ফলে ‘ব্রেক্সিট’এর (ইউরোপীয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া) পক্ষে ভোট দেয় ব্রিটেন। অন্যদেশগুলোও এবার একই পথে হাঁটবে বলে তিনি মন্তব্য করেন। লন্ডনের ‘দ্য টাইমস’ এবং জার্মানির ‘বিল্ড’ সংবাদপত্রকে সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয়, সকল বেআইনি শরণার্থীকে আশ্রয় দিয়ে তিনি সর্বনাশা ভুল করেছেন। যে কোনও দেশ থেকে যে কাউকে আশ্রয় দেয়া উচিত হয়নি।’ এই নিয়ে তিনি ১৯ ডিসেম্বর বার্লিনে সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয় ১২ জনের। মূল অভিযুক্ত আনিস আমরি তিউনিশিয়ার লোক। ২০১১ সালে ইতালি দিয়ে ইউরোপে প্রবেশ করে। সে ট্রাক চালিয়ে চাকায় পিষে মারে ১২ জনকে। এর আগে তার বিরুদ্ধে ছোট বড় অপরাধে নাম জড়ায়। জার্মানিতে এখন ৮ লক্ষ ৯০ হাজার শরণার্থী রয়েছে। ২০১৫ সালের পর ‘বলক্যান রুট’ দিয়ে এঁরা জার্মানিতে প্রবেশ করেন। শরণার্থী ঠেকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর দেয়ার কথা বলেছিলেন ট্রাম্প। তাঁর মতে মেরকেলরও শরণার্থী নিয়ে কঠোর হওয়া উচিত।  ট্রাম্প আরও জানিয়েছেন, মেরকেলের প্রতি তাঁর ‘অশেষ শ্রদ্ধা’ রয়েছে। রাশিয়া এবং জার্মানিকে সঙ্গে নিয়ে তিনি বিশ্বে নতুন ক্ষমতার সমীকরণ তৈরি করবেন বলে ইঙ্গিত দেন।- আজকাল