রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহী ইউনিট কার্যালয়ে গতকাল বুধবার সংস্থার প্যানেল আইনজীবিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্লাস্টের আইনি সহায়তা প্রদানের ক্ষেত্রে বিজ্ঞ আইনজীবীগণের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্যসহ মামলা পরিচালনায় বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে মত বিনিময় সভায় আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন, রাজশাহী আইনজীবী সমিতি এবং ব্লাস্ট রাজশাহী ইউনিট পরিচালনা কমিটির সভাপতি নজমুস সা’দাৎ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালনা কমিটির সদস্য জমসেদ আলী, ব্লাস্ট রাজশাহী ইউনিটের সহ-সভাপতি আব্দুল মত্তালিব প্যানেল আইনজীবী আব্দুস সাত্তার, সৈয়দ নুরুল ইসলাম, সফিউল আলম প্রমুখ।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন এবং পটভূমি তুলে ধরে বক্তব্য দেন, ব্লাস্টের সিনিয়র স্টাফ ল ইয়ার সামিনা বেগম। ব্লাস্ট রাজশাহী ইউনিটের কো অডিনটর আব্দুস সামাদ সম্প্রতি হার্টের অপারেশন করে ঢাকায় চিকিৎসাধীন আছেন তার শারীরিক সুস্থতা কামনা করে সভার শেষে উপস্থিত সকলকে সাথে নিয়ে মোনাজাত পরিচালনা করেন নজমুস সা’দাৎ।