মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :নিজের ফোনে নিয়মিত নীল ছবি দেখতো ছেলে। সেই রাগে ১৪ বছরের কিশোরকে বিষ খাইয়ে হত্যা করলো বাবা। শুধু তাই নয়, হত্যার পর বেশ ক’দিনের জন্য সবার কাছে লুকিয়েও রেখেছিলেন গোটা ঘটনা। শেষ পর্যন্ত পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন অভিযুক্ত বাবা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে। অভিযুক্তের নাম বিজয় বাট্টু। পেশায় দর্জি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাঁর পরিবার।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই তাঁর কিশোর ছেলে বিশালের নামে নালিশ আসছিল স্কুল থেকে। পড়াশোনা না করা, সহপাঠীদের উত্ত্যক্ত করা- ছেলের নামে নানা অভিযোগে বিরক্ত হয়ে উঠেছিলেন বিজয়। তার পরে জানতে পারেন, নিজের ফোনে নীল ছবি দেখে বিশাল। রীতিমতো আসক্ত হয়ে পড়েছে সে।
এটা জানতে পেরেই ছেলেকে খুন করার সিদ্ধান্ত নেন বিজয়। ফন্দি এঁটে গত ১৩ জানুয়ারি ছেলেকে নিয়ে বাইকে চেপে বেরোন। তার পরে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে ছেলেকে খেতে দেন। বিশাল অচৈতন্য হলে ড্রেনে তার দেহ ফেলে দিয়ে সেখান থেকে চলে যান বিজয়। বিশালের মা বেশ কিছুক্ষণ ধরে ছেলের খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান। বিজয় নিজেও তখন স্ত্রীর সঙ্গে ছিলেন।
অভিযোগের তদন্ত শুরুর পরে ড্রেন থেকে উদ্ধার হয় বিশালের মৃতদেহ। ওই সময়ে বিজয়কেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাঁর বক্তব্যে অসঙ্গতি থেকেই পুলিশের সন্দেহ হয়। শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে নিজের অপরাধ স্বীকার করেন বিজয়।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন