বড়াইগ্রামে অগ্নিকা-ে বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে অগ্নিকা-ে একটি বাড়ির সকল মালামালসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার নগর ইউনিয়নের মকিমপুর গ্রামে আবদুল মতিনের বাড়িতে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবদুল মতিনের সোবার ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় তারা আত্মরক্ষার্থে ঘরের বাহিরে চলে যায়। বৈদ্যুতিক আগুনের ফলে ভয়ে তারাসহ প্রতিবেশী কোন মানুষ ঘরের মালামাল উদ্ধারে এগিয়ে যায় নি। খবর পেয়ে নাটোর ও লালপুর থেকে দমকল বাহিনির দুইটি গাড়ি এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আবদুল মতিনের বাড়ির তিনটি ঘর সকল মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগ্নিকা-ে তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ