শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ, ১৪ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ ট্রাস্টের (ডেসওয়া) উপজেলা কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) উপজেলার বনপাড়া পৌরসভার নতুন বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুক্তিযোদ্ধা মোমিনুল হককে সভাপতি, ল্যান্স কর্পোরাল আশিকুজ্জামান নাসিরকে সাধারণ সম্পাদক, সিপিএল আব্দুল মালেককে সিনিয়র সহ-সভাপতি, সিপিএল মানিক মৃধাকে সহ-সভাপতি, সিপিএল লিয়াকত হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের কার্যকরি কমিটি গঠন করা হয়।
অনারারী ক্যাপটেন খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংগঠণের উত্তরাঞ্চরের সমন্বয় ও বগুরা জেলা সভাপতি সার্জেন্ট আব্দুল আলীম বুলবুল। তার সফর সঙ্গী ছিলেন কেন্দ্রীয় কমিটির পাঁচ সদসের টিম।