শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
আসন্ন বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপনির্বাচনে দলীয়প্রার্থী মনোনয়নের লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগ, বনপাড়া ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম, শাহজাহান কবির, স্বাস্থ্য সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, আবদুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন, মমতাজ এশারত প্রমুখ।
উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সকল ওয়ার্ডের সভাপতি সম্পাদকের অংশগ্রহণে আয়োজিত সভায় বিভিন্ন স্তরের নেতাদের মধ্যে ১৬ জন প্রার্থীতা দাবি করেন। পরে তাদেরকে নিয়ে বিশেষ সমঝোতা বৈঠকের মাধ্যমে সংখ্যা কমানোর সিদ্ধান্ত হয়।