বড়াইগ্রামে উপনির্বাচন ৬ মার্চ

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন ক্রয় ও জমার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং নির্বাচন ৬ মার্চ।
গত ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানকে পরাজিত করে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম নির্বাচিত হন । তিনি ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ