সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপনির্বাচনের তফশীল ঘোষণা করা হয়েছে। জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।
ঘোষিত তপশীল অনুযায়ী মনোনয়ন ক্রয় ও জমার শেষ তারিখ ৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১০ ফেব্রুয়ারি, প্রত্যাহার ১৭ ফেব্রুয়ারি এবং নির্বাচন ৬ মার্চ।
গত ২০১৪ সালের ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমানকে পরাজিত করে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ একরামুল আলম নির্বাচিত হন । তিনি ২০১৫ সালের ২৭ ডিসেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করায় পদটি শূন্য হয়।