বুধবার, ২৫ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১১ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে কৃষক শফিকুল ইসলামের (৪৫) তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর রাতে উপজেলার নগর ইউনিয়নের তালশো মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল ওই গ্রামের গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে।
শফিকুল ইসলাম জানান, রাতে গোয়াল ঘরে গাভী, এক মাসের বাছুর ও আট মাসের গর্ভবতী গাভী বেঁধে রেখে ঘুমিতে যাই। রাত ১টার দিকে গোয়াল ঘরে গরু দেখে আসি। ভোরে গরু বের করতে গিয়ে দেখি গোয়ালে গরু নাই। গরু তিনিটির দাম আনুমানিক তিন লাখ টাকা।
বড়াইগ্রাম থানার পরিদর্শক নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধারের চেষ্টা চলছে।