শুক্রবার, ২০ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৬ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে গতকাল সোমবার ঝড়, অগ্নিকান্ডসহ নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৯৫জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ১১৩ বান্ডিল ঢেউটিন এবং দুই লাখ ৭০ হাজার টাকা এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ৫৮ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আবদুুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে টিন, টাকা ও চাল বিতরণ করেন। ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, পিআইও গোলাম রব্বাণী, আবদুল কুদ্দুস, আবদুুস সালাম খান প্রমুখ।