শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না ভরটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গভীর সেচ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক সাংসদ আবদুল কুদ্দুস প্রধান অতিথি হিসাবে সুইচ টিপে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষি বিএডিসি নাটোরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বড়াইগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান মমিন আলী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডিজিএম আবদুল হালিম, আওয়ামী লীগ নেতা আবদুর রউফ ও শাবান মাহমুদ।