রবিবার, ২৬ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের কয়েন ময়মনসিংহপাড়া হতে মশিন্দা অভিমুখে এক কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসাবে সাবেক প্রতিমন্ত্রী সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪৩ লাখ টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণ করা হবে। মকিমপুর আফাজ উদ্দিনের বাড়ির আঙিনায় আফসার আলী মন্ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ আবদুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু, আওয়ামী লীগ নেতা ইয়াছিন আলী, বকুল হোসেন, আবদুল কাদের মন্ডল প্রমুখ।