বড়াইগ্রামে চেয়ারম্যানের ভাইয়ের বিরুদ্ধে ভূমি কর্মকর্তাকে মারপিটের অভিযোগ

আপডেট: জানুয়ারি ১০, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বড়াইগ্রামে জমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খননে বাধা দেয়ায় গতকাল সোমবার বিকেল তিনটার দিকে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহিদুল ইসলামকে পিটিয়ে আহত করেছে ইউপি চেয়ারম্যানের ছোট ভাই। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহিদুল ইসলাম নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
এলাকাবাসি জানান, চান্দাই ইউনিয়নের সাতইল ও তেলো গ্রামে চান্দাই গ্রামের মৃত আব্দুস সামাদ সরকারের ছেলে ও চান্দাই ইউপি চেয়ারম্যান আনিসুর রহমানের চাচাতো ভাই ওয়াদুদ সরকার কন্ট্রাক্ট নিয়ে আবাদী জমিতে দুটি পুকুর খনন করছিলেন। কিন্তু পুকুর কাটলে বিলে জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কায় কৃষকদের অভিযোগের ভিত্তিতে  গতকাল দুপুরে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পুকুর খনন করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিকেল তিনটার দিকে ওয়াদুদ সরকার ভূমি অফিসে গিয়ে তাকে বেপরোয়া কিল ঘুষি মারাসহ ইট দিয়ে উপর্যুপরি মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তরা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ