মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
বড়াইগ্রাম উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বিদ্যালয়ে তিন দিনব্যাপী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, মিলাদ-মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বেলুন ও পায়রা উড়িয়ে এসব অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন।
বিদ্যালয় চত্বরে ফাদার বিকাশ রিবেরুর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত ফারজানা, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ ফাদার লাজারুশ রোজারিও, বেনেডিক্ট গমেজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে লাল শাড়ি পড়ে দলীয় নৃত্য পরিবেশন করে প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রী। পরে ফুল দিয়ে প্রধান অতিথিসহ অন্যাণ্য অতিথিরা নবীন শিক্ষার্থীদের বরণ করে নেন। একই অনুষ্ঠানে গত এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন।