বড়াইগ্রামে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

আপডেট: আগস্ট ৯, ২০১৭, ১২:৫৯ পূর্বাহ্ণ

নাটোর প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রামে ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চাই, দেশি ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্য বিষয়ে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও ইশরাত ফারজানা।
নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আ’লীগ সভাভতি অধ্যাপক আবদুুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা আ’লীগ সভাপতি মো.আবদুুল জলিল প্রামাণিক, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বানু, অধ্যক্ষ আবদুর রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও মহিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহ্মেদ। মেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগে ৩১টি স্টল অংশগ্রহণ করছে। স্টলগুলোতে বিভিন্ন উন্নত জাতের আমের চারা প্রদর্শন এবং আম চাষের আধুনিক প্রযুক্তি ও কৌশল দেখানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ