রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
ঝিরি ঝিরি বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি আর ঘন কুয়াশায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার জেঁকে বসেছে তীব্র শীত। ফলে বিপাকে বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জন জীবন।
গতকাল মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, মহাসড়কে গাড়ী চলছে হেড লাইট জ্বালিয়ে। ব্যাংক আর আফিস গুলোতে উপস্থিতি ছিল খুবই কম। কোন শ্রমজীবি মানুষকে মাঠে দেখা যায় নি। পাড়া-মহল্লায় খড়-কুটোয় আগুন জ্বালিয়ে শীতের হাত থেকে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে নি¤œ আয়ের মানুষদের।
উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ জানান, সামন্য বৃষ্টি হওয়ায় ফসলের কোন ক্ষতি হবে না বরং উপকার হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রব্বানী বলেন, দরিদ্র শ্রেণির মানুষকে পর্যাপ্ত কম্বল দেওয়া হয়েছে। ফলে এই শীত মোকাবেলা করতে পারবে তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা বলেন, উপজেলায় উন্নয়ন মেলা চলছে, শীত আর বৃষ্টির কারনে দর্শনার্থী সংখ্যা খুবই কম।