বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: এপ্রিল ২, ২০১৭, ১২:৩৭ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম পৌরসভার মৌখড়া এলাকায় গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহরিয়ার ইমন সিয়াম (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সিয়াম আগ্রাণ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এবং একই গ্রামের জান্টু মিয়ার ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম বিকেল ৫টার দিকে স্কুলের বিজ্ঞান শিক্ষক শাহীন পারভেজের নিকট মৌখাড়া বাজারে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক শাহীন পারভেজ একটি তিনতলা ভবনের তৃতীয় তলায় প্রাইভেট পড়াতেন। সিয়াম পড়ার ফাঁকে ছাদে গিয়ে ভবনের পাশে থাকা বিদ্যুতের লাইনের সঙ্গে জড়িয়ে গুরুত্বর আহত হয়। পরে তার চিৎকারে সহপাঠীরা ছাদে গিয়ে তাকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কথা বলতে শিক্ষক শাহীন পারভেজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে চেষ্ট করেও যোগাযোগ করা সম্ভব হয় নি। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, বিষয়টি তিনি শুনেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ