বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহতের ঘটনায় স্মৃতি সৌধ নির্মাণের দাবি

আপডেট: অক্টোবর ২০, ২০১৬, ১১:৫৯ অপরাহ্ণ

নাটোর অফিস
২০ অক্টোবর নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ২ বছর পূর্তি হলো। ২০১৪ সালের এদিনে বড়াইগ্রাম উপজেলার রেজুর মোড় এলাকায় বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল আরো অনেকে। এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার ২ বছর পূর্তিতে নিহতদের রুহের মাগফিরাত কামনায় ঘটনাস্থল রেজুর মোড়ে দোয়া মাহফিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে হতাহতের পরিবারের সদস্য,স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার সকালে বনপাড়া-হাটিকুমরল মহাসড়কের রেজুর মোড়ে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে নিহতের স্বরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে ঘটনাস্থলে স্মৃতি সৌধ নির্মাণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়েছে। এসময় বড়াইগ্রাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেনসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, দুর্ঘটনায় নিহত স্বজনরা আজো মানবেতরজীবন যাপন করছে। সরকারের পক্ষ থেকে যে পরিমান সহযোগিতা করা হয় তা অপ্রতুল্য। অবিলম্বে দুর্ঘটনা রোধে প্রয়োজনী ব্যবস্থাসহ নিহতের স্বজনদের আর্থিক সহযোগিতার দাবী জানানো হয়।