সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাড়াইগ্রাম উপজেলা থেকে মরদেহ উদ্ধার করেছ পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার বাগডোব এলাকায় বড়াল নদী থেকে মগরেব আলী (৭৩) নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ভোরে বড়াইগ্রামের বাগডোব এলাকায় বড়াল নদীতে মগরেব আলী নামের এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়ে স্থাণীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো কোন কারন জানা যায় নাই।