বুধবার, ২৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১৫ আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল সোমবার (১৬ মে) ভোর ৩.৩০ ঘটিকায় বিশেষ গোয়েন্দা তথ্যে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন মহানন্দাগাছা টানপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে বড়াইগ্রাম থানার মামলা নং-১০, তারিখ- ১৫/০৫/২০২২, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-০৩) এর ৯(১) এর এজাহার নামীয় পলাতক আসামী বড়াইগ্রাম থানার আজহার আলীর ছেলে নাহিদ হাসান ওরফে নাজমুল (২৬)কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, ১৪ মে ২০২২ বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় মাদ্রাসা ছাত্রী ভিকটিম নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে একই উপজেলার সিঙ্গাপুর প্রবাসী নাহিদ হাসান ওরফে নাজমুল জনৈক আমজাদ হোসেন এর আখে খেতে জোরপূর্বক নিয়ে ধর্ষণ করে।
এ সময় মেয়েটির কান্নার শব্দে লোকজন এগিয়ে আসলে নাহিদ পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বাবা বড়াইগ্রাম থানায় আটককৃত নাজমুল এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাহিদ ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি স্বীকার করেছে। আটককৃত অভিযুক্তকে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।