বড়াইগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট: ডিসেম্বর ১৮, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ

নাটোর অফিস


নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে ৫শ ও সরকারিভাবে প্রাপ্ত ১২০ জনসহ মোট ৬২০ জন দরিদ্র মানুষের হাতে প্রধান অতিথি হিসাবে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস শীতবস্ত্র তুলে দেন।
গতকাল শনিবার বিকাল ৩টায় পৌর চত্ত্বরে মেয়র আবদুল বারেক সরদারের সভাপতিত্বে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালু ও মমিন আলী, আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস, প্যানেল মেয়র জালাল উদ্দিন জোয়ার্দার ও সচিব জালাল উদ্দিন বক্তব্য দেন। পরে প্রধান অতিথি পৌর এলাকার ৮০ জন দরিদ্র ও মেধাবী এসএসসি-দাখিল পরীক্ষার্থীর প্রত্যেকের হাতে ফরম ফিলাপের জন্য পৌরসভার পক্ষ থেকে দেয়া অনুদানের চেক তুলে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ