বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে গতকাল সোমবার সরকারিভাবে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। বনপাড়া খাদ্য গুদামে ইউএনও ইশরাত ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান, খাদ্য কর্মকর্তা মোখলেস আলআমীন, ওসি এলএসডি রুহুল আমিন, আবদুল কুদ্দুস, আবদুুল জলিল প্রমুখ। খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৮ টাকা কেজি দরে বড়াইগ্রামে সরাসরি কৃষকের কাছে থেকে ৮২০ টন গম ক্রয় করা হবে।