মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রাণ উচ্চবিদ্যালয়ের একছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। খবর পেয়ে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান বিচারের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এবারের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে বাড়ি ফিরছিল এক ছাত্রী। পথে আগ্রাণ গ্রামের আবদুল করিমের ছেলে রাশিদুল ইসলাম (২৩) নামে এক বখাটে ওই ছাত্রীর পথরোধ করে জোর করে তুলে নিয়ে যেতে চায়। এসময় তার অন্য সহপাঠিরা এগিয়ে এলে রাশিদুল পালিয়ে যায়। বিষয়টি প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌস আলম অবহিত হয়ে ইউএনও ইশরাত ফারজানা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খোকন মোল্লাকে অবহিত করেন। কিন্তু কোন পক্ষই থানায় অবহিত করে নি।
শনিবার এ বিষয়ে বিদ্যালয়ে শালিষ-বৈঠক ডাকলে রাশিদুল বা তার অভিভাবক সেখানে হাজির হয় নি। পরে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ এবং বিদ্যালয়ের সামনে বড়াইগ্রাম-তিরাইল সড়ক অবরোধ করে মানববন্ধন শুরু করে। খবর পেয়ে থানার ওসি শাহরিয়ার খান ঘটনার সুষ্ঠ বিচারের প্রতিশ্রুতি দিলে তারা ক্লাসে ফিরে যায়।
এরপর ওসি উপস্থিত মাঝগাঁও ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলির, বিদ্যালয়ের সভাপতি ফেরদৌস আলম, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে নিয়ে বৈঠকে বসেন। তারা থানাকে বিষয়টি অবহিত না করানোর জন্য ওসি ক্ষোভ প্রকাশ করেন। পরে ওই ছাত্রীর বাবা জাকির হোসেন থানায় গিয়ে রাশিদুলের নামে লিখিত অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে ওসি শাহরিয়ার আলম বলেন, বিষয়টি কোন পক্ষই থানাকে অবহিত করে নি বলে ব্যবস্থা নেয়া সম্ভব হয় নি। এখন অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।