বড়াইগ্রামে ৪৪৬ বাড়িতে বিদ্যুতায়ন

আপডেট: জানুয়ারি ৩১, ২০১৭, ১২:১৫ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটাই, দিঘইর ও খাকসা গ্রামে ৪৪৬টি বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাংসদ আবদুল কুদ্দুস এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ প্রায় কোটি টাকা ব্যয়ে এ বিদ্যুতের লাইন নির্মাণ করে। নগর ইউনিয়নের আটাই গ্রামে ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন ডালুর সভাপতিত্বে ২শ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এর আগে জোনাইল ইউনিয়নের দিঘইর গ্রামে ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে ২০৮টি সংযোগের এবং বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামে ইউপি চেয়ারম্যান মমিন আলীর সভাপতিত্বে ৩৮টি সংযোগের উদ্বোধনী অনুষ্ঠান হয়। এসময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নিতাই চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল প্রামাণিকসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ