বড়াইগ্রাম উপজেলা আ’লীগের বর্ধিত সভা

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৪৫ অপরাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনের প্রায় পৌনে তিন বছর পর পূর্ণাঙ্গ কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয় গতকাল সোমবার।
উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুুল জলিল প্রামাণিক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়াম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আবদুুর রাজ্জাক মোল্লা, কৃষি বিষয়ক সম্পাদক আবদুল করিম প্রমূখ। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দের অংশগ্রহনে দিনব্যাপী এ বর্ধিত সভায় আগামী জাতয়ি সংসদ নির্বাচনসহ দলীয় কর্মকাণ্ডে সক্রিয়তা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ