বড়াইগ্রাম উপজেলা পরিষদ উপনির্বাচন || আ’লীগ প্রার্থীকে সমর্থন জানালেন জাপা ও জাসদ

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ

বড়াইগ্রাম প্রতিনিধি


নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়াকে সমর্থন জানিয়ে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
গতকাল রোববার নিজ নিজ দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ সাধারণ সভার মাধ্যমে তারা নিজেদের সমর্থন ঘোষণা করেন। বনপাড়ায় উপজেলা জাসদ কার্যালয়ে মহিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা জাসদের সম্পাদক ডিএম আলম, সাংগঠনিক সম্পাদক তফিজুল ইসলাম, উপজেলা সম্পাদক মোকাদ্দেস সরকার, বনপাড়া পৌর সভাপতি কাউন্সিলর শহিদুল ইসলাম, জেলা জাসদ ছাত্রলীগের আহ্বায়ক মিঠুন নন্দী প্রমুখ। অপরদিকে জাতীয় পার্টি কার্যালয়ে আলাউদ্দিন মৃধার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সম্পাদক রেজাউল করিম, সহসভাপতি খাদেমুল ইসলাম, আবু সাঈদ, বনপাড়া পৌর সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্র সমাজের সভাপতি নাজমুল হক প্রমুখ। উভয় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল জলিল ও প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বক্তব্য দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ