শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নান।
বিদ্যালয় মাঠে আবদুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার আবদুল হান্নান, নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন, ইউএনও ইশরাত ফারজানা, নাজনীন আক্তার। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন। আজ সোমবার অনুষ্ঠানের সমাপণী অনুষ্ঠিত হবে। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সাংসদ আবদুল কুদ্দুস। তিনি ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।