রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
২৯ ইনিংসে খেলে এখন পর্যন্ত ১০টিতে ৫০ ছাড়ানো ইনিংস খেলতে পেরেছেন সাব্বির রহমান। শেষ ম্যাচেও বড় ইনিংস খেলার স্বপ্ন দেখান তিনি। কিন্তু ৫৪ রানে আউট হলে সেই স্বপ্নের অপমৃত্যু ঘটে। তবে তার প্রত্যাশা শিগগিরই তিনি বড় ইনিংস খেলবেন। এটা হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই।
২০১৪ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল সাব্বিরের। অভিষেকের পর এখন পর্যন্ত সাব্বির খেলেছেন ৩৩ ম্যাচ। যেখানে হাফসেঞ্চুরি পেয়েছেন চারটি ম্যাচে। অথচ ভয়ডরহীন ক্রিকেট খেলে নাম কুড়ানো সাব্বিরের নেই কোনও সেঞ্চুরি। বিশেষ করে গত বছর আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে প্রথমবারের মতো ব্যাটিং অর্ডারে উন্নীত হন তিনি। তিন নম্বরে সুযোগ পেয়ে দুটি ৫০ ছাড়ানো ইনিংস খেললেও তার একটিকেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। অথচ তিন নম্বরে নামা সাব্বির শুরুটা ভালো করে শেষটায় এসে খেই হারিয়ে ফেলছেন। ২৯ ইনিংসে সাব্বিরের ৪০ এর উপরে রান দশটি।
শনিবার শ্রীলঙ্কার বিপক্ষেও এই ধারা অব্যাহত ছিল তরুণ বিস্ফোরক ব্যাটসম্যান সাব্বিরের। এদিন শ্রীলঙ্কার বোলারদের দিশেহারা করে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫৪ রানের ইনিংস খেলেছেন সাব্বির। কিন্তু গুনারতেœর অফস্টাম্পের বাইরের বলটি কভারে খেলতে গিয়ে থারাঙ্গার হাতে ক্যাচ দেন তিনি। এমন একটি বাজে শটে অসাধারণ একটি ইনিংসের অপমৃত্যু হলো।
সাব্বিরও সেটা অনুধাবন করতে পারছেন। তাই তো লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই সম্ভব হলে বড় ইনিংস খেলার চেষ্টা করবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘অনেকদিন হয়েছে বড় ইনিংস খেলতে পারছি না। হাফসেঞ্চুরি করেই আউট হচ্ছি। সেঞ্চুরি করতে হবে। আশা করি পরের ম্যাচেই বড় ইনিংস খেলতে পারব।’
শনিবারের আউট প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন, ‘শটটা ভুল ছিল। ওভাবে মারাটা উচিত হয়নি। আসলে সবসময় মনোযোগ ধরে রাখতে পারছি না। বিষয়টি নিয়ে কাজ করছি। আশা করি শিগগিরই এর সুফল পাব। সামনের ম্যাচে ভালো শুরু করতে পারলে শেষটাও ভালো করার চেষ্টা করব।’
মাশরাফি সোমবার ব্যাটসম্যানদের উদ্দেশ্য করে বলেছেন, যারা প্রায়ই ৫০ এর উপরে রান করছে, তাদের সংগ্রহটাকে একশোতে রূপ দেওয়া উচিত। বিশেষ করে সাব্বিরের নাম উল্লেখ করে মাশরাফি বলেছেন, ‘সাব্বির অসাধারণ খেলছিল। কিন্তু শেষ পর্যন্ত হাফসেঞ্চুরি করেই আউট হয়েছে। সামনের ম্যাচে উচিত হবে হাফসেঞ্চুরিগুলোকে সেঞ্চুরিতে রূপ দেওয়া।’
মাশরাফির চাওয়াটা সাব্বির কীভাবে দেখছেন, প্রশ্নটা করা মাত্রই হাসলেন তিনি, ‘অবশ্যই। মাশরাফি ভাই ঠিকই বলেছে। আমি চেষ্টা করছি, কিভাবে হাফসেঞ্চুরিটাকে সেঞ্চুরিতে রূপ দেয়া যায়। এতো ম্যাচ খেলেছি, কিন্তু একটি বড় ইনিংস নেই। সামনের ম্যাচে চেষ্টা করবো বড় ইনিংস খেলার।’
মঙ্গলবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সাব্বিরের আশা এদিনই সিরিজ জয় নিশ্চিত করতে পারবে বাংলাদেশ, ‘আশা করি কালকেই আমার সিরিজ জিততে পারব। তিন বিভাগে আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলেই হয়ে যাবে। আমরা সবাই প্রস্তুত, নিজেদের সেরাটা উজার করে দিতে।’-বাংলা ট্রিবিউন