মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
মহাকুম্ভে ভক্তদের ঢল। প্রতিদিন বাড়ছে পুণ্যস্নানের সংখ্যা। প্রয়াগরাজের মহাকুম্ভে ইতিমধ্যে ৪২ কোটি ভক্ত পুণ্যস্নান সেরেছেন। এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে কর্তৃপক্ষ। ফলে এবারের মহাকুম্ভ যে বিশ্বে নতুন রেকর্ড তৈরি করতে চলেছে সেটা বলাই যায়।
প্রতিদিন ত্রিবেনী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তরা পুণ্যস্নান করছেন। তাদেরকে সঠিকভাব নজরে রাখার কাজ করেছে প্রশাসনের কর্তারা। গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলনস্থলে যে ভিড় এবার দেখা গিয়েছে তাকে দেখে অবাক হয়েছে প্রশাসনের কর্তারাও। একটি বিজ্ঞপ্তি থেকে বলা হয়েছে মহাকুম্ভে যে ভক্তদের সমাগম হয়েছে তার সংখ্যা আমেরিকা এবং কানাডার মোট জনসংখ্যার সমান। এখনও বাকি রয়েছে আরও বেশ কয়েকদিন। ফলে এই সংখ্যা ৫০ কোটি ছাড়িয়ে যাবে।
প্রতি ১২ বছর অন্তর মহাকুম্ভের আয়োজন করা হয়। এটি ভক্তদের একটি বিশ্বাস যাকে মান্যতা দিয়ে থাকেন সকলেই। বহু দূর থেকে ভক্তরা মহাকুম্ভে এসে পুণ্যস্নান করে থাকেন। সেখানে জাতি-ধর্ম বলে কিছুই থাকে না। যেভাবে কুম্ভমেলা সকলকে আপন করে নিয়েছে তাতে প্রশাসনের কাজের তারিফ না করে পারছেন না অনেকেই।
বিশ্বের যত বিখ্যাত মেলা রয়েছে সেখানে মহাকুম্ভ একটি বিশেষ স্থান অধিকার করে। তবে এবার মহাকুম্ভমেলা যে রকর্ড তৈরি করেছে সেটা অন্য সকল বারের রেকর্ডকে ছাপিয়ে যাবে। ইরাকে আরবা বলে একটি মেলা হয়ে থাকে। সেখানে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে। প্রতি ২০ বছর অন্তর এটি আয়োজিত করা হয়ে থাকে। সেই রেকর্ডকেও এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে মহাকুম্ভ মেলা।
২০১৫ সালে পোপ ফ্রান্সিস ফিলিপিন্সে একটি মেলার আয়োজন করেছিলেন। সেখানে হাজির হয়েছিলেন ৬ মিলিয়ন মানুষ। তবে সেই মেলাকে এবারে হেলায় উড়িয়ে দিয়েছে মহাকুম্ভ মেলা। মক্কাতে প্রতি বছর হজ অনুষ্ঠিত হয়ে থাকে। তবে তার থেকেও এবারের মহাকুম্ভ মেলা নতুন রেকর্ড তৈরি করেছে। তাই এবারের মহাকুম্ভ একটি বিশেষ নজর কেড়েছে গোটা বিশ্বে। সেখানে ভক্তরা নিজেদেরকে মিলিয়ে দিয়েছেন ভগবানের সঙ্গে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন