মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা সদর ভবানীগঞ্জ বাজারের বিভিন্ন মোড়ে যানবাহন থেকে অবৈধভাবে টোল আদায় বন্ধ করলেন পৌর কাউন্সিলররা। সোমবার (২৭নভেম্বর) বেলা এগারোটার দিকে ভবানীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা একত্রিত হয়ে টোল আদায় বন্ধ করে দেয়।
জানা যায়, বিগত কয়েক বছর ধরে ভবানীগঞ্জ ব্র্যাক মোড়, গোডাউন মোড়সহ বিভিন্ন স্থানে ভবানীগঞ্জ পৌরসভার নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ট্রাক, কাকড়া, পিকআপ, কাভার্ড ভ্যান, বাস, ট্যাংকলরি হতে ত্রিশ টাকা থেকে ষাট টাকা রশিদের মাধ্যমে আদায় করে আসছে স্থানীয় কতিপয় যুবক। ভবানীগঞ্জ পৌরসভা কর্তৃক অনুমোদিত টোল আদায় রশিদ এই শিরোনাম করে সেখানে বিভিন্ন যানবাহনের নাম উল্লেখ করে ছাপানো রশিদের মাধ্যমে তারা অবৈধ ভাবে টাকা আদায় করে আসছে। কাউন্সিলররা আদায়কারীদের কাছ থেকে টোল আদায় রশিদ নিয়ে নেয় এবং মোড়ে মোড়ে গিয়ে এখন থেকে যানবাহনের টোল দেয়া লাগবে না বলে ঘোষণা দেয়।
এসময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম তুহিন, সেলিম রেজা, আহাদ আলী, দোলাহার, আব্দুল হান্নান, আলমগীর হোসেন, দলিল লেখক আব্দুল লতিফ, রমজান আলী প্রমূখ।