রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার প্রায় ৯১ শতাংশ, ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ

আপডেট: মার্চ ৭, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ


রাবি প্রতিবেদক:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ৯টায় গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে ৪ টি গ্রুপে এই ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয় বিকেল ৪.৩০ টায়।

ভর্তি পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ‘এ’ ইউনিটে মোট ৭৪ হাজার ৭৮৫ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলো প্রায় ৯১ শতাংশ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় উপস্থিতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ‘এ’ ইউনিটের
গ্রুপ-১ (সকাল ৯টা থেকে ১০টা), গ্রুপ-২ (বেলা ১১টা থেকে ১২টা) এবং গ্রুপ-৩ (দুপুর ১টা থেকে ২টা) এ নিবন্ধিত পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৬৯৬ জন করে। গ্রুপ-৪ (সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা) এ পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৬৯৭ জন। এরমধ্যে উপস্থিতির হার ছিল প্রায় ৯১ শতাংশ।

ভর্তি পরীক্ষা উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ভর্তি পরীক্ষার মোট আবেদন সংখ্যা এবং পরীক্ষার নিয়মাবলি সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেন। পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ‘এ’ ইউনিটের প্রধান সমন্বয়ক অধ্যাপক অধ্যাপক একরাম উল্যাহ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে বৃহস্পতিবার ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে ১০টা সি ইউনিট গ্রুপ-৫ (অ-বিজ্ঞান), ১১টা থেকে ১২টা বি ইউনিট (বাণিজ্য) গ্রুপ-১ এবং দপুর ১টা থেকে ২টা বি ইউনিটের গ্রুপ-২ (অ-বাণিজ্য) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে মোট ৫১৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ৫৪১ জন। তবে কোটা বাদে আবদেনকারীর সংখ্যা ৩২ হাজার ৬১৪ জন।

এবারের ১শো নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষায় ৮০ টি বহুনির্বাচনী প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২৫। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা হবে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর থাকবে ৪০। ভর্তি পরীক্ষায় ৩ টি ইউনিট মিলে বিশেষ-কোটা সহ মোট আসন রয়েছে ৪ হাজার ৪৩৮টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ