ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট: আগস্ট ৩, ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি:


দেশের চলমান অস্থির পরিস্থিতির মাঝে হঠাৎ করেই পাবনার ভাঙ্গুড়া থানার ওসিসহ ৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তবে কেন একসঙ্গে একই থানার ৮ জন কর্মকর্তা বদলি করা হলো, তার সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি খোদ পুলিশ সুপার।
গত ৩০ জুলাই বাংলাদেশ পুলিশ হেডকোর্টার্স এর অ্যাডিশনাল ডিআইজি (গ্রেড-১) অ্যাডমিনিস্ট্রেশন কামরুল আহসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

বদলি হওয়া ৮ কর্মকর্তা হলেন, ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজাবুল ইসলাম, ডিএসবির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমির হামজা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সায়েদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই মোত্তালেব ও উপ-পরিদর্শক (এসআই) আকরামু ইসলাম।
এদের মধ্যে ওসি নাজমুল হককে ডিআইজি ময়মনসিংহ রেঞ্চের ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আর বাকি ৭ জনকে সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ’গত ১ আগস্ট বদলির আদেশ পেয়েছি। তবে কেন, কি কারণে বদলী করা হয়েছে সে বিষয়ে কিছু বুঝতে পারছি না।’

এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আব্দুল আহাদ জানান, ‘পুলিশ হেডকোয়ার্টার থেকে এই সংক্রান্ত নথি আসায় তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে কি কারণে বদলী করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version