ভাঙ্গুড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের নির্বাচনী অফিস উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ২১, ২০২৩, ১২:৩২ অপরাহ্ণ


পাবনা প্রতিনিধি :


পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টারের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৭:৩০ টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার বড়ালব্রিজ স্টেশন বাজারে এঅফিস উদ্বোধন করা হয়।

ভাঙ্গুড়া ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের সভাপতিত্বে নির্বাচনী অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ মাস্টার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আ’লীগের উপদেষ্টা ডা. গোলজার হোসেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফছার আলী মাস্টার, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, ভাঙ্গুড়া ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মতিউর রহমান ফকির, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ