বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
মহিষবাথান কলোনী মাঠে অগ্রনী ক্রীড়া চক্রের উদ্দ্যেগে ৪র্থ ভাটাপাড়া ক্রিকেট লিগ শুরু হয়েছে। গতকাল এই আসর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাসিকের ৬ নম্বর কাউন্সিলর নুরুজ্জামান টুকু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসিকের ৫ নম্বর কাউন্সিলর কামরুজ্জামান কামরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আবুল বাসার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের কাউন্সিলর নাসির খানম ও সাবেক কাউন্সিলর আবুল হাসনাত। ৪র্থ আসরে টুর্নামেন্টের ৮টি দল অংশ গ্রহন করবে। এই লিগ উপলক্ষে নগরীতে একটি র্যালি বের করা হয়েছে।