শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ফিনল্যান্ডের মাটিতে ভারতীয় সিনেমার কদর বাড়ছে। এখানকার প্রতিটি সিনেমাহলে ভারতীয় ছবি অনেক বেশি করে দেখানো হচ্ছে। এবিষয়ে সেখানকার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ফিনল্যান্ডে বর্তমানে ভারতীয় রয়েছেন ২০ হাজারের মতো। এই সংখ্যা আরও বাড়ছে। পাশাপাশি ফিনল্যান্ডের বাসিন্দারাও ভারতীয় সিনেমা নিয়ে যথেষ্ট উৎসাহিত।
করোনাকালের পর বহু ভারতীয় এখানে এসে বসবাস করছেন। তাদের বিনোদনের কথা মাথায় রেখেছে ফিনল্যান্ডের সরকার। তারা তাদের দেশে বেশ কয়েকটি বড় মাল্টিপ্লেক্স তৈরি করেছে। সেখানে নতুন ধরণের ছবিগুলি দেখানো হচ্ছে। প্রথমদিকে তেমন ভিড় না হলেও পরবর্তীকালে সেখানে ভারতীয়দের আনাগোনা বেড়েছে। ফলে সেখানকার হলগুলির ব্যবসাও ভাল হয়েছে।
কেরালার এক বাসিন্দা যিনি ফিনল্যান্ডে বসবাস করেন তিনি জানিয়েছেন সম্প্রতি তিনি গেম চেঞ্জার নামের ছবিটি দেখেছেন। তার মনে হয়েছে তিনি যেন ভারতে বসেই এই ছবি দেখছেন। দেশ থেকে এতদূরে যে তিনি রয়েছেন তা একবারও বুঝতে পারেননি। এমনকি ভারতের জনপ্রিয় ছবিগুলি এখানে ডাবিং করেও দেখানো হয়েছে। ফলে ফিনল্যান্ডের বাসিন্দারা এই ছবিগুলি সম্পর্কে আরও বেশি আগ্রহী হয়েছেন।
আবার অন্য একজন বলেছেন, ভারতীয় ছবি অন্য সকল দেশের মানুষকে নিজের দিকে টেনে নিয়ে যায়। গেম চেঞ্জার তেমনই একটি ছবি। দক্ষিণের বিভিন্ন সুপারস্টাররা ভারতীয় সিনেমার কারিকুরি দেখতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছেন। ফলে এখানে জমে উঠেছে সিনেমার ব্যবসা।
বিদেশের ছবি নিয়ে প্রতিটি দেশেই একটি আবেগ থাকে। ভারতীয় ছবির প্রতি ঠিক তেমনই একটি আবেগ কাজ করেছে। ফিনল্যান্ডের মাটিতে এখানকার বাসিন্দারা তো বটেই যে হারে ভারতীয়রা এখানকার সিনেমাহলগুলির জনপ্রিয়তা তৈরি করছেন তাতে দিনের শেষে সকলের একটি আলাদা মানসিক আনন্দের জায়গা তৈরি হয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন