ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সিকে খান্না!

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৩ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



লোধা কমিটির দেয়া সুপারিশের উপর ভিত্তি করে ভারতীয় সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে খোলস পুরোটাই বদলে যাওয়ার অবস্থা বিসিসিআইয়ের (বোর্ড অব ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)। সুপ্রিম কোর্টের দেয়া নানা শর্তের কারণে সরে যেতে বাধ্য হচ্ছেন সভাপতি, সেক্রেটারিসহ বড় বড় সব কর্তা ব্যক্তিকে।
৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই জ্বল্পনা শুরু ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি কে হচ্ছেন, কে হচ্ছেন ধোনি-কোহলিদের নতুন ক্রিকেট অভিভাবক? এই আলোচনা যখথন তুঙ্গে, তখন জানা গেল বিসিসিআইয়ের নতুন অন্তর্র্বতীকালিন সভাপতি হচ্ছেন সদ্য বিলুপ্ত কমিটির সবচেয়ে সিনিয়র সহ-সভাপতি সিকে খান্না।
গতকাল বিসিসিআইয়ের অন্তঃবর্তীকালিন দায়িত্বের ব্যাপারে নতুন রায় প্রকাশ করেন ভারতের সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সিকে খান্না হতে পারেন বিসিসিআইর অন্তঃবর্তীকালিন প্রেসিডেন্ট।
সুপ্রিম কোর্টেরে দেয়া আগের রায়ের ভিত্তিতে খান্না আগেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘বিসিসিআইয়ের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। যেখানে বলা হয়েছে, আমি বিসিসিআইয়ের জ্যেষ্ঠতম সহসভাপতি। যেহেতু সহ-সভাপতি পদটা আলংকারিক, আমাকে পদত্যাগ করতে হবে না।’
শুক্রবারের রায় অনুযায়ী, ক্রিকেট প্রশাসক হিসেবে একজন রাজ্য এসোসিয়েশনে সর্বোচ্চ নয় বছর ও বিসিসিআইয়ে আরও নয় বছর থাকতে পারবেন। ইতিমধ্যে যারা এই নিয়মের বাইরে চলে গেছেন, তাদেরও বিদায় নিতে হবে বোর্ড থেকে। খান্না সেই শর্ত পূরণ করেই নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন। এর আগে দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা শোনা যাচ্ছিল।