শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
শিবগঞ্জ প্রতিনিধি
সোনামসজিদ স্থলবন্দরে গতকাল শনিবার সকাল থেকে আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে বলে আমদানী রপ্তানী গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু জানান। গতকাল সকালে ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষ পরলোক গমন করায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে মহদিপুর স্থলবন্দর ও সোনামসজিদ স্থলবন্দরে সকাল থেকে আমদানী রপ্তানী কার্যক্রম বন্ধ রয়েছে বলে মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুকুমার সাহা ও মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ভুপতি মন্ডল জানান।
অন্যদিকে সোনামসজিদ স্থলবন্দরে আমদানী রপ্তানী বন্ধ থাকলেও অন্যান কাজ স্বাভাবিক ভাবে চলছে। এছাড়া ভারতীয় মহদিপুর স্থলবন্দর এক্সপোর্টাস এসোসিয়েশনের সভাপতি রাম চন্দ্র ঘোষের মৃত্যুতে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের কর্মকর্তা ও সদস্যবৃন্দ শোকাহত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদরা প্রকাশ করেন।