ভারতের আপত্তিতে বিপাকে আইসিসি, সূচি ঘিরে নতুন জটিলতা, বাতিল লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান

আপডেট: নভেম্বর ১০, ২০২৪, ১২:৫১ অপরাহ্ণ

চ্যাম্পিয়ন্স ট্রফি। -ফাইল চিত্র।

সোনার দেশ ডেস্ক :


ভারতের আপত্তিতে বিপাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাতিল করা হল চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান। ১১ নভেম্বর লাহোরে আগামী বছরের প্রতিযোগিতা উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) রোহিত শর্মাদের পাকিস্তানে পাঠাবে না জানিয়ে দেওয়ার পর সেই অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন আইসিসি কর্তারা।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। এক দিনের ক্রিকেটে বিশ্বের সেরা আটটি দল খেলবে এই প্রতিযোগিতায়। ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আইসিসির কোনও প্রতিযোগিতা হওয়ার কথা।

পাকিস্তানে দল পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপত্তির কথা আইসিসিকে মৌখিক ভাবে জানিয়েছেন বিসিসিআই কর্তারা। হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের দাবিও করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারতীয় দলের ম্যাচগুলি কোথায় হবে, তা অনিশ্চিত। জটিলতা কাটাতে বিসিসিআই এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে আলোচনা করছেন আইসিসি কর্তারা।

প্রতিযোগিতা শুরুর ১০০ দিন বাকি উপলক্ষে লাহোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার, ১১ নভেম্বর। পরিবর্তিত পরিস্থিতিতে সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আইসিসির এক কর্তা বলেছেন, ‘‘প্রতিযোগিতার সূচি চূড়ান্ত করা যায়নি।

আয়োজক এবং অন্য অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে সূচি নিয়ে এখনও আলোচনা চলছে। সূচি চূড়ান্ত হয়ে গেলে নির্দিষ্ট পদ্ধতি মেনে ঘোষণা করা হবে।’’ যদিও ঠিক কী কারণে লাহোরের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, তা সরকারি ভাবে জানায়নি আইসিসি।

পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শনিবার বলেছেন, ‘‘আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোনও দেশ পাকিস্তানে দল পাঠাতে না চাইলে, লিখিত ভাবে নির্দিষ্ট কারণ জানতে হবে। এখনও পর্যন্ত হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজন নিয়ে আমাদের সঙ্গে কেউ কথা বলেনি।’’ বিসিসিআইয়ের অবস্থান নিয়েও আইসিসির সঙ্গে তাঁদের কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন নকভি।

প্রাথমিক সূচি অনুযায়ী, ভারতের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। তার পর ২৩ ফেব্রুয়ারি নিউ জ়িল্যান্ড এবং ১ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে খেলার কথা ছিল রোহিতদের। ভারতীয় দলের সব ম্যাচ লাহোরে হবে বলে জানা গিয়েছিল। কিন্তু বিসিসিআই পাকিস্তানে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায়, পরিস্থিতি অন্য রকম হয়ে গিয়েছে।

ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল। একই কারণে গত এশিয়া কাপও হয়েছিল হাইব্রিড মডেলে। পিসিবি আবার হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনে নারাজ। পাকিস্তান থেকে প্রতিযোগিতার কোনও অংশ সরাতে দিতে রাজি নন পাক কর্তারা। যদিও প্রতিযোগিতার দ্বিতীয় স্থান হিসাবে সংযুক্ত আরব আমিরশাহি এবং শ্রীলঙ্কার কথা ভেবে রেখেছেন আইসিসি কর্তারা।

উল্লেখ্য, আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তান ছাড়াও খেলার কথা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার। লাহোর ছাড়াও পাকিস্তানের রাওয়ালপিন্ডি, করাচি এবং মুলতানে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি হওয়ার কথা।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ