ভারতের একমাত্র রাজ্য, যার রাজধানী আর নেই! জুনের শুরুতেই তীব্র প্রশাসনিক সংকট

আপডেট: জুলাই ১২, ২০২৪, ৫:২৫ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


কোনও এক বিশেষ রাজ্য এবং তার রাজধানী শহর, এ অতি পরিচিত বিষয়। তবে ভারতেই রয়েছে এমন এক রাজ্য, এই মুহূর্তে যার কোনও রাজধানীই নেই। শুনতে অবাক লাগলেও, সত্যি। অন্ধ্রপ্রদেশের এই মুহূর্তে কোনও রাজধানী নেই।

কেন এই ঘটনা? কারণ, ২ জুন, ২০২৪ পেরিয়ে গিয়েছে ১০ বছরের সমসয়সীমা। বিষয়টি নিয়ে একটু বিস্তারিত বলা যাক। অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে ২০১৪ সালে পৃথক এবং নতুন রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল তেলেঙ্গানা

। সেই সময়, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুই রাজ্যের যৌথ রাজধানী ছিল হায়দরাবাদ। ঠিক হয়েছিল ১০ বছর পর্যন্ত, অর্থাৎ ২০২৪ পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। তারপর, ২০২৪-এর ২ জুন থেকে হায়দরাবাদ হয়ে যাবে শুধুমাত্র তেলেঙ্গানার রাজধানী।

১০ বছর পরে হয়েছেও তাই। তবে অন্ধ্রপ্রদেশের রাজধানী কোন শহর হবে এখনও সিদ্ধান্ত না হওয়ায়, সে রাজ্যের রাজধানীই নেই। ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীর নামের পাশে সিলমোহর দেওয়ার কথা বলেছিলেন চন্দ্রবাবু নাইডু।

অমরাবতীতে স্মার্ট এবং বিশ্বমানের রাজধানী বানানোর জন্য ৫১ হাজার কোটি টাকার প্রয়োজন বলেও জানিয়েছিলেন তিনি। কৃষকদের থেকে জমি অধিগ্রহণসহ একগুচ্ছ পদক্ষেপও গ্রহণ করেন। তবে ২০১৯ সালে নির্বাচন হেরে যান চন্দ্রবাবু। তেলেগু দশম পার্টির পরিবর্তে সে রাজ্যের মসনদে বসে জগমোহন রেড্ডির দল। ক্ষমতায় এসেই তারা নাইডুর পরিকল্পনা স্থগিত করে, কমিয়ে দেয় বাজেটও। ফলে অবরাবতীকে আর রাজধানী হিসেবে গড়ে তোলা হয়নি।

এবার ফের অন্ধ্রপ্রদেশের ক্ষমতায় চন্দ্রবাবু নাইডুর দল তেলেগু দশম পার্টি। শপথ গ্রহণের দিনেই নাইডু জানিয়েছেন, অমরাবতীই হবে অন্ধ্রপ্রদেশের রাজধানী। সঙ্গেই জানিয়েছেন বিশাখাপত্তনমকে ‘ইকোনমিক ক্যাপিটাল’ এবং উন্নত শহর হিসেবে গড়ে তোলা হবে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version