বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
ভেজিটেরিয়ান বা শাকাহারি হওয়া একটা আর্ট। এটা সবার দ্বারা হয়না। তবে জানেন কী ভারতের কোন শহরকে ভেজিটেরিয়ান হিসাবে বলা হয়েছে? শুনলে কিন্তু চমকে যাবেন, বেঙ্গালুরু। একটি বেসরকারি খাদ্য ডেলিভারি সংস্থার এই রিপোর্ট সকলকে চমকে দিয়েছে। তারা জানিয়েছে দেশের সিলিকন ভ্যালি হিসাবে পরিচিত বেঙ্গালুরুতে ভেজিটেরিয়ান খাবার অর্ডারের প্রবণতা সবথেকে বেশি। তাই এবার একে ভেজি ভ্যালিও বলা চলে।
এই শহরে প্রতি তিনটি খাবারের অর্ডারের মধ্যে একটি ভেজিটেরিয়ান অর্ডার হয়েছে। সেখানে মশালা ধোসা, পনির বিরিয়ানি, পনির বাটার মশালার অর্ডার হয়েছে সবথেকে বেশি। এছাড়াও অন্য আরও ভেজ ডিশ রয়েছে। এরপরই রয়েছে মুম্বই শহর। সেখানে ডাল খিচুড়ি, পিৎজা, পাওভাজির অর্ডার চলছে। তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। এখানে তো মশালা ধোসা এবং ইডলির অর্ডার শুনলে চমকে যেতে হয়।
রিপোর্টে দেখান হয়েছে দেশের ১০ সেরা নিরামিষ শহরের নামের তালিকা। দেখা গিয়েছে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার সবেতেই ভেজ খাবারের অর্ডার এসেছে। তবে কী ধীরে ধীরে খাবারের অভ্যাস বদলাচ্ছে ভারতীয়দের। নন ভেজ থেকে ভেজের দিকেই তাঁরা বেশি ঝুঁকছেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন