ভারতের নির্বাচন কমিশনে জমা ৬৯৬টি অভিযোগ

আপডেট: মার্চ ২৪, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


লোকসভার নির্বাচনের তফসিল ঘোষণা হতেই একের পর এক অভিযোগ সামনে আসছে। প্রতিদিনই ভারতের নির্বাচন কমিশনে কাছে জমা পড়ছে একাধিক অভিযোগ। ১ মার্চ থেকে অভিযোগ নেয়া শুরু করেছে কমিশন। এখনও পর্যন্ত সিভিজিলে ৬৯৬ টি অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে ৫৬৫ টি কেসে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন।

নগদ টাকা থেকে শুরু করে অলংকারসহ একাধিক জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক এলাকা থেকে। ৫ কোটি টাকার বেশি অর্থ বাজেয়াপ্ত করেছে কমিশন। প্রায় ২৬ কোটি টাকার মদ, ১৩ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হয়েছে। অলংকারসহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে প্রায় ২০ কোটি টাকার। অন্যদিকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা। এখনও পর্যন্ত কোচবিহার ৪টি, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৩টি মনোনয়ন জমা করা হয়েছে বলা জানানো হয়েছে কমিশনের পক্ষে।

ভোট পর্ব চলাকালীন সরকারি ব্যয়ে কোনো ইফতার পার্টির আয়োজন করা যাবে না বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সব রাজ্যের মুখ্যসচিব এবং মুখ্যনির্বাচনী কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে জারি করা এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে, কোনো ধর্মীয় অনুষ্ঠানে সরকারি অর্থ ব্যয় করা উচিৎ নয়। বিশেষ করে এ সময় যখন নির্বাচনী আদর্শ আচরণবিধি বলবৎ রয়েছে। তবে কোনো ব্যক্তি বিশেষের উদ্যোগে তাঁর ব্যক্তিগত খরচে এধরনের অনুষ্ঠানের আয়োজনে কোনো বাধা নেই বলে কমিশন জানিয়েছে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

Exit mobile version